মহাসমাবেশের অনুমতি পেয়ে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২৭ জুলাই ২০২৩

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। এ খবর শোনার পর উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। তারা দলে দলে কার্যালয়ের সামনে আসছেন। ফলে নয়াপল্টন এলাকায় উপচেপড়া ভিড় দেখা যায় নেতাকর্মীদের। যদিও বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাদের এখন সরে যেতে বলছেন।

আরও পড়ুন: যে ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেলো আওয়ামী লীগ-বিএনপি

jagonews24

এদিকে বৃহস্পতিবার (২৭ জুলাই) নয়াপল্টনে দেখা গেছে, পার্টি অফিসের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সাঁজোয়া যান, রায়ট কার নিয়ে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে যান চলাচলে কোনো বিঘ্ন দেখা যায়নি।

শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। তবে এজন্য দলটিকে ২৩টি শর্ত দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন: সমাবেশে রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো বক্তব্য দেওয়া যাবে না: ডিএমপি

এরমধ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে (পুলিশ হাসপাতাল ক্রসিং থেকে নাইটিংঙ্গেল মোড় পর্যন্ত মধ্যবর্তী স্থানে) সমাবেশ করতে পারবে বিএনপি। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সমাবেশ করা যাবে।

অপরদিকে একইদিন ২৩ শর্তে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি পেয়েছে।

কেএইচ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।