সহযোগিতা চেয়ে আইজিপির সঙ্গে দেখা করবেন জামায়াতের নেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ২৪ জুলাই ২০২৩

২৮ ও ৩০ জুলাই এবং ১ আগস্টের কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে আইজিপি কার্যালয়ে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল। সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন>>> জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

তিনি বলেন, আজ (সোমবার) বিকেল ৫টায় আগামী ২৮ ও ৩০ জুলাই দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং ১ আগস্ট ঢাকায় সমাবেশ কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে জামায়াতের একটি প্রতিনিধিদল আইজিপি কার্যালয়ে যাবে। প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিং করবে।

আরও পড়ুন>>> সিলেটে এবারও সমাবেশের অনুমতি পেলো না জামায়াত

জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের আমির শফিকুর রহমানসহ দলের জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৮ জুলাই দেশের বিভাগীয় শহরে এবং ৩০ জুলাই জেলা শহরে বিক্ষোভ মিছিল এবং ১ আগস্ট রাজধানীতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।