ঢাকায় সমাবেশ ১ আগস্ট
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
সারাদেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি।
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়।
২৮ জুলাই বিভাগীয় শহরে মিছিল, ৩০ জুলাই জেলা সদরে বিক্ষোভ মিছিল ও ১ আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশ করবে দলটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাবেক এমপি মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির, সাবেক এমপি সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আ. রহমান মুসা, সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম ও ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম।
কেএইচ/এমআরএম/জিকেএস