আওয়ামী লীগ বিদায় নিলেই দেশে শান্তি আসবে: অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, আমরা যেদিন কর্মসূচি পালন করি ওই দিন শান্তি সমাবেশের নামে সরকার সারাদেশে অশান্তির পরিবেশ তৈরি করে। আওয়ামী লীগ শান্তি নয়, অশান্তিতে বিশ্বাসী। আওয়ামী লীগ বিদায় নিলেই দেশে শান্তি আসবে।
বুধবার (১৯ জুলাই) রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে পদযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অলি বলেন, অতীতে যেমন কোনো স্বৈরাচার সরকারই দমন-পীড়ন চালিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারেনি বর্তমান ক্ষমতাসীনরাও গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে রাখতে পারবে না। তাদের পতন হবেই।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইইউ বলে গেছে, তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই
তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ছিনিয়ে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী স্বৈরশাসক বাকশাল কায়েম করতে যা করার সবই করেছে। তাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিকল্প কিছু ভাবছি না।
অলি আহমদ আরও বলেন, সাধারণ মানুষের আয়ের চেয়ে ব্যয় তিন-চারগুণ বেড়েছে। মানুষদের বাঁচার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মানবাধিকার বলে দেশে কিছু নেই। সরকারি দলের সদস্যরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মানুষকে ভীতি প্রদর্শন করছে। বিএনপি-এলডিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে মানুষ খুন করছে।
আরও পড়ুন: বিএনপিও সংবিধানের বাইরে যাবে না: মির্জা আব্বাস
পদযাত্রায় এলডিপি প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা মাহবুবুর রহমান, কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর পূর্ব এলডিপির সভাপতি মো. সোলায়মান, পশ্চিম এলডিপির সভাপতি সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, গণতান্ত্রিক ওলামা দলের সভাপতি সাদিকুর রহমান, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান প্রমুখ।
কেএইচ/বিএ/জেআইএম