নয়াপল্টনে সমাবেশ ঘিরে পাড়া-মহল্লায় বিএনপির মাইকিং

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১১ জুলাই ২০২৩

নয়াপল্টনে বিএনপির আগামীকাল বুধবারের (১২ জুলাই) সমাবেশ ঘিরে রাজধানীর পাড়া-মহল্লায় চলছে মাইকিংসহ নানামুখী প্রচার। মাইকে সবাইকে সমাবেশে আসার আহ্বান জানানো হচ্ছে। জানা গেছে, এ সমাবেশ থেকে একদফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং কার্যক্রম চোখে পড়ে।

মাইকে ঘোষণা হচ্ছে- ‘প্রিয় নগরবাসী, আসছে ১২ জুলাই বুধবার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমানো ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হবে এ সমাবেশ। উক্ত সমাবেশে দলে দলে যোগদান করে আওয়াজ তুলুন- এই মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার।’ চল চল পল্টন চল, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোল।’

আরও পড়ুন>>> একদফার কর্মসূচি ঘোষণা ১২ জুলাই: আমীর খসরু

বিএনপির সমাবেশ নিয়ে মাইকে এমন প্রচার নিকট অতীতে খুব একটা দেখা যায়নি। নয়াপল্টনের পাশের একটি গলিতে এমন প্রচার চলাকালীন কথা হয় ঢাকা দক্ষিণ বিএনপির এক নেতার সঙ্গে।

তিনি বলেন, ‘একযুগ পর সমাবেশ ঘিরে আমরা মাইকে পাড়া-মহল্লায় প্রচার করতে পারছি। আন্দোলনে আলো আসবে। এ যাত্রা বিজয়যাত্রায় পরিণত হবে। এ রাজনৈতিক অধিকার আমরা অর্জন করেছি।’

আরও পড়ুন>>> ডিএমপির সহযোগিতার আশ্বাস, সমাবেশ থেকে আসবে নতুন কর্মসূচি: এ্যানি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘গতকাল সোমবার থেকে আমাদের মাইকিং কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ মহানগর এলাকায় অন্তত ৮০টি মাইকে প্রচার চালানো হচ্ছে। আগামীকাল সমাবেশ শুরু হওয়ার আগ পর্যন্ত এ প্রচার চলবে।’

কেএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।