ফারুকরা দলছুট, পত্রিকায় নাম আনতে বেফাঁস বকছেন: নুর
ইসরায়েলি কোনো নাগরিক ও মোসাদ এজেন্টের সঙ্গে কোনো বৈঠক হয়নি বলে ফের দাবি করেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। তিনি বলেন, ‘পারলে এমন (মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের) একটা ভিডিও দেখাও।’
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয়তাবাদী নবীনদল’-এর অনুষ্ঠান শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নুর। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে সকালে গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করেন। সেখানে তিনি জানান, ‘দলীয় অনেক বৈঠকে নুর স্বীকার করেছেন তিনি মেন্দি এন সাফাদির সঙ্গে দেখা করেছেন।’
ফারুকের এ বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে নুরুল হক নুর বলেন, ‘এরা (ফারুক ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা) দলছুট, এরা প্রতারক, এরা সুবিধাবাদী, এরা গোয়েন্দা সংস্থার সৃষ্টি। সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা পত্র-পত্রিকায় নাম আসার জন্য অনেকেই বেফাঁস কথা বলছেন। তারা জানে ভিপি নুরকে নিয়ে কাউন্টার কোনো বক্তব্য দিলেই পত্র-পত্রিকা তা লুফে নেবে।’
আরও পড়ুন>> মেন্দি সাফাদির সঙ্গে দেখা করার কথা স্বীকার করেছেন নুর: ফারুক
‘নির্বাচনকে সামনে রেখে সরকারের গোয়েন্দা সংস্থা নানা রকমের খেলা খেলছে, বিভিন্ন দল ভাঙছে। বিভিন্ন দলের দলছুট নেতাদের কোরবানির পশুর মতো কিনছে নির্বাচনে নেওয়ার জন্য কিংবা সরকারের পক্ষে কাজ করার জন্য’ যোগ করেন ডাকসুর সাবেক এ ভিপি।
তিনি বলেন, ‘মেন্দি এন সাফাদির সঙ্গে সরকারের নেতাকর্মীরা বৈঠক করেছেন। এগুলোর অডিও, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাচ্ছে। আমি দেশের বাইরে গেছি। আমার সঙ্গে অসংখ্য মানুষ ছবি তুলেছে। কে কোথা থেকে কোন ছবি তুলেছে, তা আমি জানি না। মেন্দি সাফাদির সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি। এখন তারা ছবি নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন, সেটা এডিটেড ছবি বলে আমার মনে হয়েছে।’
দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে যে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন, এ প্রসঙ্গে নুর বলেন, ‘নিজ কার্যালয়ের বাইরে কে কি বলেছেন, সেটা দেখার বিষয় না। কিছু লোক বুঝেছে কাউন্সিলে তারা সুবিধা করতে পারবে না। ষড়যন্ত্র করে, অপতৎপরতা চালিয়ে নেতাকর্মীদের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। দলে তাদের ভবিষ্যৎ নেই। তাই তারা গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে, টাকা-পয়সা নিয়ে দলটাকে ভাঙতে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘আগামী ১০ জুলাই গণঅধিকার পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এখানে যারা অংশ নেবেন, তারাই দলের আগামী দিনের নেতা হিসেবে বিবেচিত হবেন। যারা অংশ নেবেন না, তারা ঝরে পড়বেন।’
যারা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, তাদের কাউকে বহিস্কার করা হবে না বলে জানান নুরুল হক নুর। তিনি বলেন, ‘দলের বিভিন্ন নেতার চারিত্রিক স্খলন হয়েছে, তাই তারা এ কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা পাবেন না বলে আমার বিরুদ্ধে নানা ধরনের কথা বলছেন।’
সরকারের কাছ থেকে এমপি, মন্ত্রী বানানোর অফার পেয়েছেন- এমন অভিযোগ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে নুর বলেন, ‘যারা এটা বলছেন, তাদের জিজ্ঞেস করুন। বিএনপি বলেছে, তারা ক্ষমতায় আসলে জাতীয় সরকার করা হবে আন্দোলনকারী সব দলগুলোকে নিয়ে। আমরা যেহেতু বিএনপির সঙ্গে আন্দোলন করছি, আমরা তো আশা করি বিএনপি সুখ-দুখে আমাদের পাশে থাকবে। বিএনপি যদি ভবিষ্যতে মন্ত্রী, এমপি বানায়, সেটা বানাতে পারে।’
এসএম/এএএইচ/এমএস