এখন প্রতিরোধের বিকল্প নেই: ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০৩ জুলাই ২০২৩
ফাইল ছবি

গত এক মাসে ৩৮৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে নেতাকর্মীদের যেভাবে গ্রেফতার হচ্ছে, এখন প্রতিরোধের বিকল্প নেই।

সরকার এখন ভয়ে সারাদেশে পুলিশের এসপি, ডিআইজি এবং ডিসিকে বদলি করছে। তবে যতই বদলি করেন, পতনের সময় কোনো লোক কাছে পাবেন না। ধীরে ধীরে সব সরে যাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

ঢাকা মহানগর-পূর্ব ছাত্রদলের সভাপতি খালিদ হোসেন জ্যাকীসহ সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সোমবার বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাকে এখন আর প্রয়োজন নেই। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে তার জবাব দিয়ে দিয়েছে। শেখ হাসিনা ১০০০ নেতাকর্মী খুন করেছেন, ৬০০ মানুষকে গুম করেছেন।

মির্জা ফখরুল বলেন, মরিচের অনেক দাম বেড়েছে, তাই না? ১ হাজার টাকা কেজি। মরিচের যে ঝাঁজ, তা আর সহ্য করতে পারছেন না। আজকে দেশের মানুষ বাঁচার অধিকার চায়। ১ হাজার টাকা মরিচের কেজি ১০০ টাকায় খেতে চায়।

‘আজকে কৃষকরা ১ মণ ধান বিক্রি করে ১ কেজি মরিচ কিনছে। চাল, ডালসহ সব নৈত্যপণ্যের দাম বেড়ে গেছে।’

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। কারণ জনগণ ভোটই দিতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, যেখানে গ্রেফতার করা হবে সেখানেই তাৎক্ষণিক বিক্ষোভ করা হবে, আর ছাড় নয়।

কেএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।