সরকারের দুঃশাসনে মানুষের মনে ঈদ আনন্দ নেই: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ পিএম, ২৯ জুন ২০২৩

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ভয়াবহ দুঃশাসনের কারণে দেশের মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, দেশে বর্তমান নিশিরাতের সরকারের ভয়াবহ দুঃশাসন চলছে। চাল, চিনি, তেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে মানুষ দিশেহারা। এ অবৈধ সরকারের যাতাকলে মানুষ পিষ্ট। ঈদের দিনেও অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে অনেকের। ফলে খুশির দিনেও মানুষের মনে কোনো আনন্দ নেই।

বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে। বিএনপির সমাবেশে সাধারণ মানুষ দলে দলে যোগ দিচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এ সরকারের পতন ঘটবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হবে।

খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং সরকারের লুটপাট, বিদ্যুৎখাতসহ বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রতিবাদে জিয়াউর রহমান আর্কাইভের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জিয়াউর রহমান আর্কাইভের প্রধান উপদেষ্টা সম্পাদক রুহুল কবির রিজভী।

মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান আর্কাইভের সম্পাদক প্রভাষক সঞ্জয় দে রিপন এবং সঞ্চালনা করেন সহ-সম্পাদক শিপন খান। এসময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।