ঢাকা-১৭ উপ-নির্বাচন
ঈদের পর জোরালো প্রচার চালাবো: হিরো আলম
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবার তিনি প্রচার-প্রচারণা চালাবেন। আসন্ন ঈদুল আজহার পর জোরালোভাবে প্রচার চালাবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ জুন) গণমাধ্যমকে এ কথা জানান ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আলোচিত এই প্রার্থী।
হিরো আলম বলেন, রিটার্নিং কর্মকর্তা ভুল ছিলেন, ইসিই ঠিক। সেদিন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। কিন্তু তিনি (রিটার্নিং কর্মকর্তা) আমার কথা শোনেননি। তিনি হয়তো ইচ্ছা করেই আমার সঙ্গে এমনটি করেছেন।
আরও পড়ুন: প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম
প্রচার নিয়ে নতুন কোনো চমক থাকবে কি না—এ প্রসঙ্গে তিনি বলেন, হিরো আলম তো নিজেই একটা চমক। তারপরও নতুন চমক থাকবে। এটা ঈদের পর দেখবে সবাই। ঈদের পর জোরালো প্রচার চালাবো।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে হিরো আলম বলেন, প্রার্থিতা ফিরে পেয়ে দারুণ লাগছে। ভোটের আগেই জেতার ফিল হচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
আরও পড়ুন: ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম : হিরো আলম
ভোটারদের উদ্দেশে কী বলতে চান—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটাররা অবশ্যই ভোট দিতে আসবেন। আপনারা এলে ভোটের চিত্র পাল্টে যাবে। ভোটের দিন কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা না এলে তারা কারচুপির সুযোগ পাবে।
ঈদে কাহালু-নন্দী গ্রামবাসীদের জন্য কোনো পরিকল্পনা রয়েছে কি না জানকে চাইলে হিরো আলম বলেন, ঈদ বগুড়ায় করার ইচ্ছা আছে। এখন অনেক চাপে আছি। পরিকল্পনা বগুড়ায় গিয়ে করবো। তবে ঈদের পর বগুড়াবাসীর জন্য নতুন অ্যাম্বুলেন্স তুলে দিতে চাই।
এমওএস/জেডএইচ/জিকেএস