প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ২২ জুন ২০২৩
আশরাফুল আলম ওরফে হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রার্থিতা ফিরে পেয়েছেন।

নির্বাচন কমিশনে (ইসি) আপিলের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে তিনি প্রার্থিতা ফেরত পান।

আরও পড়ুন: ইসিতে ব্যর্থ হলে হাইকোর্টে যাবো: হিরো আলম

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৮ জুন আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়ন যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন হিরো আলমসহ আটজনের মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে তখন বলা হয়েছিল, আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১২ আগস্টের মধ্যে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।

এমওএস/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।