আদালতে হট্টগোল
বিএনপিপন্থি ৩ আইনজীবী আহত, দেখতে হাসপাতালে রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের মামলার সাক্ষ্যগ্রহণের সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হট্টগোলের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা বিএনপিপন্থিদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা।
এদিকে, এ ঘটনায় বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে বলেও জানিয়েছে বিএনপি।
আরও পড়ুন>> তারেক-জোবায়দার মামলায় সাক্ষ্য নিয়ে আদালতে হট্টগোল
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহত আইনজীবীদের দেখতে মঙ্গলবার (৩০ মে) রাতে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক ডা. রফিকুল ইসলাম, আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আইনজীবীরা হলেন- আবদুল খালেক মিলন, জহিরুল ইসলাম মুকুল, আনোয়ার হোসেন।
কেএইচ/এএএইচ/এএসএম