জিয়ার মৃত্যুবার্ষিকী

ফিরোজায় দোয়া মাহফিল, অংশ নিলেন খালেদা-তারেক-জোবায়দা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ৩০ মে ২০২৩
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল/ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজায়’ মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়েছে। এর আগে মঙ্গলবার (৩০ মে) দিনভর কোরআন তেলাওয়াত করা হয়।

দোয়া ও বিশেষ মোনাজাতে খালেদা জিয়া, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ভার্চুয়ালি অংশ নেন। অন্যদের মধ্যে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল (অব.) মো. ইসহাক, ব্যক্তিগত চিকিৎসক ডা. মো. আল মামুন, প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ আলেম-ওলামা এবং চেয়ারপারসনের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ের কর্মচারীরা দোয়া মোনাজাতে অংশ নেন।

কেএইচ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।