বিএনপি নেতা চাঁদকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রলীগের

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:২৯ এএম, ২২ মে ২০২৩
রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ ছাত্রলীগের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ। রোববার (২১ মে) রাত সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

সমাবেশ আবু সাঈদ চাঁদকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

আরও পড়ুন: আর শান্তি সমাবেশ নয়, এবার প্রতিরোধ: কাদের

তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলতে চাই, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি বিএনপির এ সন্ত্রাসীকে গ্রেফতার করা না হয় তাহলে ভোরের আলো ফোটার পর ছাত্রলীগের কাফেলা রাজশাহীতে তার বাড়ির দিকে যাবে। সে দায়ভার ছাত্রলীগ নেবে না। ছাত্রলীগ জানে কীভাবে এ ধরনের খুনিদের শায়েস্তা করতে হয়।

jagonews24

ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনাকে যতবার হত্যার চেষ্টা করা হয়েছে ছাত্রলীগ ততবার রাজপথ প্রকম্পিত করেছে। শেখ হাসিনার প্রশ্নে ছাত্রলীগ সবসময় আপোষহীন। সুতরাং সাধু সাবধান। শেখ হাসিনার বিরুদ্ধে এ বাংলার ৫৬ হাজার বর্গমাইলের এক ইঞ্চিতেও কোনোভাবে ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা করেন, তাহলে ছাত্রলীগ সে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আপনাদের বেঁধে সোজা বঙ্গোপসাগরে ফেলে দেবে।

আরও পড়ুন: চ্যালেঞ্জ করি আসেন মাঠে, আমরা দেখে নেবো: আইনমন্ত্রী

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একজন মানুষ কীভাবে আরেকজনকে হত্যার হুমকি দেয়? কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি ঘটনার দুদিন পার হয়ে গেলেও আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চুপ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

এএসবিডি/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।