বিএনপিকে আঘাত করলেই পাল্টা আঘাত করতে হবে: মির্জা আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২০ মে ২০২৩

বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ যেখানেই আঘাত করবে, সেখানেই পাল্টা আঘাত করার ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের চেহারার মধ্যে মিথ্যা আর শয়তানির ছাপ দেখা যায়। আওয়ামী লীগ যেখানে বিএনপি নেতাকর্মীদের ওপর আঘাত করবে, সেখানেই তাদের পাল্টা আঘাত করতে হবে।’

শনিবার (২০ মে) সন্ধ্যায় রাজধানীর পীরজঙ্গী মাজারের সামনে আয়োজিত জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ জনসমাবেশের আয়োজন করে। এর আগে দুপুরের জনসমাবেশ শুরু হয়।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘যারা গুলি করছেন, পোশাক সব সময় গায়ে থাকবে না। গায়ে হাত তোলার আগে সব সময় চিন্তা করবেন। যারা বিএনপি নেতাকর্মীদের ওপর আঘাত করছেন, হত্যা করছেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’

আরও পড়ুন>> শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই সরকারকে বিদায় করা হবে: মোশাররফ

জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘১৪ বছর ধরে আওয়ামী লীগ গায়ের জোরে অলিখিত বাকশাল কায়েম করেছে। দেশের মানুষ এ সরকারকে আর দেখতে চায় না। যত দ্রুত সম্ভব সরকারকে বিদায় করতে হবে। সেটার দায়িত্ব বিএনপিরই।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া আওয়ামী লীগ চলতে পারে না। যেসব পুলিশ কর্মকর্তা মামলা দিয়েছেন, তাদের ছাড় দেওয়া হবে না। সরকারের দালালি না করে জনগণের পাশে দাঁড়ান।’

আব্দুস সালাম বলেন, ‘ক্ষমতা ছেড়ে নির্বাচন হলে ১০টা সিটও পাবে না আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে ভয় পায় না। কোনোভাবে শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। আন্দোলন ছাড়া তাবেদার সরকারকে নামানো যাবে না।’

এদিন, দুপুরের পর জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আগেই বিএনপি নেতাকর্মীরা পীরজঙ্গী মাজারের সামনে জড়ো হতে শুরু করেন। সমাবেশ ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মতিঝিল ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসমাবেশস্থল।

গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং ১০ দফা দাবি বাস্তবায়নে দেশজুড়ে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

গত শনিবার সারাদেশে দলের ৮২ সাংগঠনিক ইউনিটে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার (২০ মে) ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করেছে বিএনপি।

কেএইচ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।