নায়ক ফারুকের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
বীর মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক ও সংসদ সদস্য মরহুম আকবর হোসেন পাঠান ফারুকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৬ মে) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাদের সঙ্গে নিয়ে চিত্রনায়ক ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, চিত্রনায়ক ফারুক ছিলেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল ও অনড় পাথরের মতো। তিনি তার আদর্শ থেকে কখনো একচুলও ছাড় দেননি।
‘সরকার ক্ষমতা হারানোর ভয়ে পশ্চিমাদের ওপর ক্ষুব্ধ’-মির্জা ফখরুলের এমন দাবির প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, তিনি (মির্জা ফখরুল) মনে করছেন যে পশ্চিমারা তাকে, তার দলকে ক্ষমতায় বসাতে পারবে এবং সে কারণে ঘনঘন তাদের দরজায় ধরনা দিচ্ছে, নালিশ করছেন। নালিশের পর নালিশ, লবিস্ট নিয়োগ করছে।
তিনি বলেন, আওয়ামী লীগের এসব নেই। শেখ হাসিনার কোনো লবিস্ট নেই। এখানে ওই যে বিদেশিরা আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে-এমন কোনো অসম্ভব চিন্তা তিনি কখনো করেননি। ক্ষমতায় বসানোর মালিক বাংলাদেশের জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। শেখ হাসিনা নিজেই বলেছেন আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি, না চাইলে নেই। এমন মানসিকতা যার তিনি বিদেশিদের বা দেশি ষড়যন্ত্রকারীদের ভয় পাবে এটা মনে করার কারণ নেই।
এসইউজে/এমআইএইচএস/জেআইএম