আল্লাহর কাছে বিচার চাইবো: হেফাজত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৬ মে ২০২৩
ফাইল ছবি

হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শুক্রবার (৫ মে) এক বিবৃতিতে বলেছেন, আজ ঐতিহাসিক ৫ মে। আমরা কখনোই আমাদের শহীদদের ভুলে যাবো না। আমরা ভুলে যাবো না নির্যাতিতদের কথা। গ্রেফতারকৃতদের কষ্টের কথা এবং গত দশ বছর ধরে মিথ্যা মামলার হয়রানিতে ভোগা মজলুমদের কথা।

তিনি বলেন, ৫ মে সংঘটিত খুন ও নির্যাতনের বিচারের দাবি বহাল আছে ও থাকবে। আমরা সব সময়ই তাদের জন্য আল্লাহ রাব্বুল আ’লামিনের দরবারে দোয়া করবো।

তিনি বলেন, আল্লাহ পাকের কাছে বিচার চাইবো এবং বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমের উপর যে অপরাধ
সংঘটিত হচ্ছে তার ইহলৌকিক ফায়সালার দাবি করবো।

এসএম/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।