আ’লীগ নিজেদের অধীনে ভোট করতে দেশে দেশে ধরনা দিচ্ছে: আযম
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন করার জন্য দেশে দেশে ধরনা দিয়ে বেড়াচ্ছে। তারা বলছে সংবিধানের অধীনেই নির্বাচন করবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের বাইরে নয়। আমরা আওয়ামী সরকার নয়, সংবিধান মোতাবেক তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন চাই।’
রোববার (৩০ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকার ভোটের আতঙ্ক ভুগছে বলেও এসময় তিনি মন্তব্য করেন।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক শফিক রেহমান, সাংবাদিক মাহমুদুর রহমান ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং বন্ধ হওয়া গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইয়ুথ ফোরাম এ সভার আয়োজন করে।
আহমেদ আযম খান বলেন, ‘সরকারের রোষানলের কারণে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বারবার চেষ্টা করেও দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি।’
বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি বাছির জামাল, কৃষক দলের যুগ্ন-সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, তাঁতি দলের যুগ্ম-আহ্বায়ক মরিরুজ্জামান মনি, জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলের সভাপতি আমির হোসেন বাদসা প্রমুখ।
কেএইচ/এমআইএইচএস/জেআইএম