কারাবন্দি নেতাকর্মীদের বাসায় রুমিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ এএম, ৩০ এপ্রিল ২০২৩
কারাবন্দি নেতার পরিবারের খোঁজ নেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা

দলের কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাদের বাড়িতে গেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কারাবন্দি আশরাফউদ্দিন চৌধুরী অপুর বাসায় যান তিনি। এ সময় রুমিন ফারহানা অপুর পরিবারের খোঁজ নেন এবং তার মামলার জন্য যথাসম্ভব আইনগত সহায়তার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

রুমিন ফারহানার সঙ্গে আরও ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর উত্তর যুবদলের সদস্য সাখাওয়াত হোসেন সৈকত সদস্য, ৩৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফেরদৌস আহমেদ সাইমনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এদের এবার শেষ সময়। জনগণকে সঙ্গে নিয়ে এ সরকারকে প্রতিরোধ করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোজার মধ্যেও বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় আটক করে কারাগারে পাঠানো হয়েছে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলার জন্য তীব্র প্রতিবাদ জানান।

কেএইচ/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।