ঈদের পর কাফনের কাপড় পরে রাজপথে নামবো: ইশরাক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২০ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে ঈদের পর কাফনের কাপড় পরে রাজপথে নামবেন বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর গোপীবাগে প্রয়াত সাদেক হোসেন খোকার বাসভবনে নিজ দলের নেতাকর্মী এবং দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সময় এ কথা জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, সরকারের দেওয়া সব অত্যাচার-অবিচার, জেল-জুলুম আমাদের পাথরের ন্যায় কঠিন করে তুলেছে। এখন সময় জবাব দেওয়ার। ঈদের পর আমরা কাফনের কাপড় পরে রাজপথে নামবো। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।

অর্থের অভাবে দেশের মানুষ ভালো নেই, তাদের কোনো ঈদের আনন্দ নেই উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে গরিব আরও গরিব হয়। আর দলীয় নেতাকর্মীরা আঙুল ফুলে কলাগাছ হয়ে যায়।

ঈদের পর কাফনের কাপড় পরে রাজপথে নামবো: ইশরাক

আরও পড়ুন: নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে হবে না: মঈন খান

বিএনপির এই নেতা বলেন, একেতো দেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে এই সরকার। তার ওপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশবাসী আজ দিশেহারা। সাধারণ মানুষ পেটভরে দুমুঠো ভাতই খেতে পারছে না। অর্থের অভাবে মানুষ আজ ভালো নেই। নেই কোনো ঈদের আনন্দ।

আরও পড়ুন: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

সূত্রাপুর থানা বিএনপির সাবেক সভাপতি এম এ শাহেদ মন্টুর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আরও ছিলেন সূত্রাপুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, থানা নেতা দেলোয়ার হোসেন মোল্লা, যুবদল নেতা মোহাম্মদ সোহেল, ছাত্রদল নেতা হিমেল ও স্বেচ্ছাসেবক দলের নেতা নাদিম আহমেদ প্রমুখ।

কেএইচ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।