রেকর্ড বিদ্যুৎ উৎপাদন হলে লোডশেডিং কেন, প্রশ্ন জিএম কাদেরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৯ এপ্রিল ২০২৩
দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন জাপা চেয়ারম্যান

দেশে প্রতিদিন রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের পরও কেন লোডশেডিং হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, ‘রেডিও-টেলিভিশন খুললেই দেখি, প্রতিদিন বিদ্যুতের রেকর্ড উৎপাদন হচ্ছে। প্রতিদিন উৎপাদনের রেকর্ড হলে বিদ্যুতের লোডশেডিং কেন? বিদ্যুতের জন্য হাহাকার কেন? আর প্রতিদিনই বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলে তা প্রচার করতে হবে কেন?’

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর কুড়িলে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন জাপা চেয়ারম্যান। এসময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘বিদ্যুতের রেকর্ড উৎপাদনের তথ্য প্রচার করে সাধারণ মানুষের সঙ্গে তো তামাশা করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের মানুষ বিদ্যুৎ না পেলে রেকর্ড উৎপাদনের দিয়ে কোনো লাভ হবে না।’

সম্প্রতি অগ্নিকাণ্ডকে সরকারের পক্ষ থেকে নাশকতার কথা বলা হচ্ছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা দোষারোপের রাজনীতি পছন্দ করি না। অগ্নিকাণ্ডকে নাশকতা বলতে হলে উপযুক্ত তথ্য-প্রমাণ দিতে হবে। অভিযোগ করলে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে। আমরা চাই আর যেন অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে। অগ্নিকাণ্ড ও নাশকতা প্রতিরোধে দায়িত্ব সরকারের।’

জিএম কাদের আরও বলেন, দেশের বেশির ভাগ মানুষ অভাবে আছেন। আনন্দ-উৎসব করার সামর্থ্য তাদের নেই। বেশির ভাগ মানুষ দারিদ্রসীমার নিচে চলে যাচ্ছে। মধ্যবিত্তরা দিনে দিনে নিম্ন-মধ্যবিত্ত হয়ে যাচ্ছে। আর নিম্ন-মধ্যবিত্তরা দরিদ্র হয়ে যাচ্ছে।’

এসএম/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।