মানুষ অসহায় জীবনযাপন করছে: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ৩০ মার্চ ২০২৩

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ অসুখী। বিশ্বের সুখী দেশের একটি প্রতিবেদনে ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের অবস্থানও বাংলাদেশের ঊর্ধ্বে। এই প্রতিবেদনের মাধ্যমে প্রমাণিত হয় আশঙ্কাজনক অবস্থায় বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ অসহায় জীবনযাপন করছে।

তিনি বলেন, এদেশের মানুষের বাকস্বাধীনতা নেই। গণতন্ত্র, ভোটের অধিকার ও আইনের শাসন থেকে বঞ্চিত। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে মানুষ ধীরে ধীরে সব অধিকার হারাবে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি জনগণের পাশে আছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে।

বুধবার (২৯ মার্চ) বিকেলে লালখান বাজারে অসহায় নারীদের সেহরি ও ইফতারি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: স্বাধীনতাকে একটি দল নিজেদের মূলধন করে ফেলেছে: আমীর খসরু

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই সরকার একটি লুটপাটকারী সরকার। জনগণের হাজার হাজার কোটি টাকা এই সরকার বিদেশে পাচার করেছে। আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি রাজপথে আছে।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক সভানেত্রী মনোয়ারা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক দলের আলী মুর্তজা খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, রিপন, মহিলা দল নেত্রী মারিয়া বেগম, মারিয়া বেগম, রূমা বেগম, হাসিনা বেগম, জুলেখা বেগম, জাহানারা বেগম, শিউলি বেগম প্রমুখ।

ইকবাল হোসেন/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।