ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা


প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৪

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী পবিত্র হজ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে আগামী ৯ ডিসেম্বর দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার পল্টনে সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম।

এসব দাবিতে ইসলামী আন্দোলন অন্য যেসব কর্মসূচি ঘোষণা করেছে দলটি-
১২ ডিসেম্বর সিলেট বিভাগীয় মহাসমাবেশ। নিজেদের দাবির পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ২৫ ডিসেম্বর থানায় থানায় বিক্ষোভ। ২৩ থেকে ২৫ ডিসেম্বর ঢাকা-কুড়িগ্রাম রোডমার্চ। ৫ থেকে ৭ জানুয়ারি ঢাকা-সিলেট রোডমার্চ। ৭ থেকে ৯ জানুয়ারি ঢাকা-খুলনা রোডমার্চ। ১০ থেকে ১১ জানুয়ারি খুলনা-বরিশাল রোডমার্চ। ২১ থেকে ২৩ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ। ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। ১৮ মার্চ বঙ্গভবন অভিমুখে গণমিছিল ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ।

এছাড়া আসন্ন সংসদ অধিবেশন চলাকালে সংসদ অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।