আ’লীগের প্রত্যেক ‘পাহারাদার’কে জেলে ঢুকতে হবে: মান্না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩
ঢাকায় পদযাত্রা কর্মসূচির আগে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না

আওয়ামী লীগ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চায় বলে উল্লেখ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এসময় তিনি সর্তক করে বলেন, আন্দোলনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ পাড়ায়-মহল্লায় পাহারাদার রেখেছে। যারা পাহারাদারে আছেন, তাদের প্রত্যেককেই জেলে ঢুকতে হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচির আগে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

আরও পড়ুন: বিএনপির আন্দোলন যতদিন, আওয়ামী লীগের শান্তি সমাবেশ ততদিন: কাদের

রাজনীতিতে আওয়ামী লীগের মৃত্যুঘণ্টা বেজে গেছে মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, আর ‘অনির্বাচিত’ সরকার ভোট না করে ক্ষমতায় থাকতে পারবে না।

তিনি আরও বলেন, ওরা (আওয়ামী লীগ) ভোট চোর। ওরা মানুষ খুন করে। গোপনে ভোট চুরি করে, কিন্তু স্বীকার করে না।

র‌্যাব নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের সমালোচনা করে মান্না বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- ‘র‌্যাব কিছুটা বাড়াবাড়ি করেছে’, অথচ এ বাহিনী হাজারের বেশি মানুষ খুন করেছে। সেটাকে তিনি ‘কিছুটা বাড়াবাড়ি’ মনে করছেন।

আরও পড়ুন: মনে হয় না সরকারের পতন হবে: কৃষিমন্ত্রী

আন্দোলন কবে শেষ হবে এমন প্রশ্নের উত্তরে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, লড়াই আমাদের শেষ হবে এ সরকারের পতনের মধ্য দিয়ে।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে, কিন্তু তারা কোন ভালো কাজটি করেছে? চালের দাম বাড়িয়ে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি করে, শিক্ষাব্যবস্থা নিশ্চিত না করে, মানুষের জীবনব্যবস্থা নিশ্চিত না করে, এটাকে কোনো উন্নয়ন বলা যায় না।

আরও পড়ুন: ইউনিয়নে পদযাত্রায় বিএনপি নেতাদের দায়িত্ব বণ্টন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের রাশেদ খান প্রমুখ।

কেএইচ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।