বিএনপির ক্ষমতার উৎস জনগণ নয়, বন্দুকের নল: আ জ ম নাছির
বিএনপির ক্ষমতার উৎস জনগণ নয়, বন্দুকের নল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, ‘সামরিক স্বৈরশাসক জিয়া সামরিক পোশাক গায়ে দিয়ে ক্ষমতা দখল করে রাজনৈতিক উচ্ছিষ্টদের নিয়ে দল গঠন করেন। সুতরাং তারা গণতন্ত্র বোঝে না। জিয়া ক্ষমতায় এসে চিহ্নিত স্বাধীনতাবিরোধী শাহ আজিজকে প্রধানমন্ত্রী ও গণহত্যার খলনায়ক ক্যাপ্টেন হালিমকে মন্ত্রী বানিয়েছিলেন। খালেদা জিয়া জঘন্য যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও মুজাহিদকেও মন্ত্রী বানিয়েছিলেন। বিএনপির এই ঘৃণ্য চরিত্র কারও অজানা নয়।
বুধবার (১১ জানুয়ারি) দারুল ফজল মার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির বলেন, আমাদের শক্তি তৃণমূলের ঐক্য। এই ঐক্যের শক্তিতে আওয়ামী লীগ রাজপথে ছিল, আছে এবং থাকবেই। কথিত আন্দোলনকারীদের আস্ফালন, অরাজকতা ও নাশকতাকে রাজপথে থেকেই বালির বাঁধের মতো উড়িয়ে দিতে আওয়ামী লীগের সক্ষমতা আছে।
জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে সাবেক এ সিটি মেয়র বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে জনগণকে উন্নয়নের কথা জানাতে হবে। তাদের বলতে হবে- উন্নয়নের ধারাবাহিকতায় আবারও দারকার শেখ হাসিনার সরকার।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈমউদ্দিন চৌধুরী, আলহাজ খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, নির্বাহী সদস্য আবুল মনসুর, বখতেয়ার উদ্দিন খান, রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াস ও হাজী বেলাল আহমদ। এছাড়াও একই সময় অলংকার চত্বর, ইপিজেড মোড়, বহদ্দারহাট, অক্সিজেন মোড়ে সর্তকতামূলক অবস্থান কর্মসূচি পালিত হয়।
ইকবাল হোসেন/কেএসআর/এএসএম