আমরা আন্দোলনে জয়লাভ করবো: টুকু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০২ জানুয়ারি ২০২৩

জাতীয় ঐক্যের ভিত্তিতে বর্তমান সরকারের পতন হবে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আমরা আন্দোলনে রয়েছি, আশা করি এই আন্দোলনে জয়লাভ করবো। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবো। তারপর দেশের মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে।

সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে গণফোরাম কার্যালয়ে বিএনপি-গণফোরাম সংলাপ শেষে এসব কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, বর্তমান সরকারের উচ্ছিষ্টভোগী যে সব দল রয়েছে তারা ছাড়া বাকি সব দল সরকারের পরিবর্তন চায়। একটি নিরপেক্ষ সরকার চেয়ে যার মাধ্যমে ভোটাধিকার ফিরে আসবে এবং যার ভোট সে দিতে পারবে, সে ব্যাপারে আমরা ঐতমত্য হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ১১ জানুয়ারি যুগপৎ আন্দোলনে দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেদিন গণফোরাম এই কর্মসূচি পালন করবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে।

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, আমরা আজ থেকে চলমান আন্দোলনের শরিক হলাম। আগামী দিনে পুরো জাতিকে এই আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আজকের আন্দোলন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলমত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আজকে যে সরকার আমাদের মাথার ওপর চেপে বসেছে এর হাত থেকে পরিত্রাণ পেতে হবে, এর কোনো বিকল্প নেই।

ক্ষমতা দখল করার জন্য নয়, জনগণকে ক্ষমতায়ন করার জন্য আন্দোলন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ১৪ এবং ১৮ সালের যে নির্বাচন আমরা দেখেছি এরপর এই সরকারের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন কেউ আশা করতে পারে না। এই চলমান আন্দোলনকে বেগবান করতে হবে এবং জনগণের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসতে হবে।

কেএইচ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।