১৪ দলের বৈঠকে নেতারা
দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতেই বিএনপির আন্দোলন
‘দেশে অরাজনৈতিক সরকার ও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতেই আন্দোলনের নামে গণসমাবেশ করছে বিএনপি। বিএনপি দেশের সমস্যা ও সংকট সমাধানের পথে না গিয়ে অরাজকতা করছে।’
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় বৈঠকে এ কথা বলেন নেতারা। এসময় দেশের সংকটকে পুঁজি করে যারা জাতিকে বিভ্রান্ত করছে তাদের মোকাবিলা করা হবে বলেও জানায় ১৪ দল। পাশাপাশি এসব ইস্যুতে পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবে ১৪ দলীয় জোট।
ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ ও আগামীতে জোটবদ্ধ নির্বাচন এবং আন্দোলনের নানা বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর ইস্কাটনে বৈঠকে বসে ১৪ দলীয় জোট । সকাল সাড়ে ১০টা থেকে বৈঠকে যোগ দিতে আমুর বাসভবনে আসেন ১৪ দলের নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়াসহ জোটের শীর্ষ নেতারা। টানা তিন ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমে বক্তব্য দেন জোট নেতারা।
আমির হোসেন আমু বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে রাজনৈতিক সংকট তৈরি করে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতেই গণসমাবেশ করছে। দেশের সংকট পুঁজি করে যারা জাতিকে বিভ্রান্ত করছে তাদের মোকাবিলা করবে কেন্দ্রীয় ১৪ দল। বিএনপি দেশের সমস্যা ও সংকট সমাধানের পথে না গিয়ে অরাজকতা করছে। তাদের আন্দোলন ও বক্তব্যের মধ্যে মিল নেই।
তিনি বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করতেই ১০ ডিসেম্বর গণসমাবেশের পরিকল্পনা করেছে বিএনপি। মুখে বলছে গণসমাবেশ। দেশে অরাজনৈতিক সরকার ও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতেই বিএনপির আন্দোলন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছন্দ হারিয়ে ফেলে ১৪ দলীয় জোট। তবে, আমির হোসেন আমুর নেতৃত্বে টানা বৈঠকের মধ্যদিয়ে সক্রিয়তা বেড়েছে এ জোটের।
এসইউজে/এমএএইচ/জিকেএস