বিএনপি-জামায়াত ও খালেদা অশান্তির বিষফোড়া : ইনু


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তানকে উপমহাদেশের অশান্তির বিষফোড়া উল্লেখ করে বিএনপি-জামায়াত, খালেদা, জঙ্গিকে বাংলাদেশের অশান্তির বিষফোড়া বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত `মহান ভাষা আন্দোলন ও কমরেড মোহাম্মাদ তোহার ভূমিকা` শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এই আলোচনা সভার আয়োজন করে। ইনু বলেন, খালেদা জিয়া, বিএনপি-জামায়াত জঙ্গিদের বিভিন্ন দুষ্কর্মের কারণে বলা যায় তারা বাংলাদেশে রাজনৈতিকভাবে অসৎ, অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত, সাংস্কৃতিক ঐতিহ্য বিরোধী। সুতরাং আপনি যদি গণতন্ত্রে থাকতে চান, সাংবিধানিক প্রক্রিয়ায় থাকতে চান তাহলে জাতির সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নে বাংলাদেশে সাম্প্রদায়িকতার জঞ্জাল গণতন্ত্রে থাকবে কি থাকবে না?

তিনি আরো বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে গণতন্ত্রকে জঞ্জাল মুক্ত না করা পর্যন্ত বাংলাদেশ আর সামনের দিকে ভালোভাবে এগুতে পারবে না।

সুতরাং আজকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বাঁকে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণ, নেতা-নেত্রীদের সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশকে শান্তির পথে, অসাম্প্রদায়িকতা, উন্নয়ন, সমৃদ্ধির পথে চালিত করতে হলে গণতন্ত্রকে জঞ্জালমুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনায়  উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ন্যাপের সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার প্রমুখ।

এএস/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।