সামাজিক যোগাযোগ মাধ্যমে আস্থা কমেছে মোদির

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আস্থা কমেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মঙ্গলবার দিল্লিতে সর্বদলীয় বৈঠকে এ নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। মোদি বলেছেন, সোশ্যাল মিডিয়ার বিকল্প প্ল্যাটফর্ম হওয়ার সম্ভাবনা ছিল, কিন্ত্ত এখন তার বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে।
এমন এক সময় ভারতের এই প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে এ আক্ষেপ প্রকাশ করলেন যখন তাকে নিয়ে দেশটির একটি সংবাদপত্রে প্রকাশিত কার্টুন টুইট করে বিতর্কের মুখে পড়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
তবে মোদিভক্তরা প্রধানমন্ত্রীর চেয়ে হনুমানের ভাবমূর্তি নিয়ে বেশি উদ্বিগ্ন। কারণ ওই কার্টুনটিতে হনুমানের চরিত্র রয়েছে; যার সঙ্গে মহাকাব্যের এই রামভক্তের বিশেষ মিল আছে। সর্বদলীয় বৈঠকে নরেন্দ্র মোদি মন্তব্য করেন, সোশ্যাল মিডিয়া খুদ হি আপনেকো খারাব কর দিয়া।
মোদি বলেন, বিশ্বাসযোগ্য মাধ্যম হয়ে ওঠার যে সম্ভাবনা সামাজিক যোগাযোগ মাধ্যমের ছিল, তা সংশয়ের মুখে পড়েছে। কারণ এ মাধ্যমটিতে এখন যে ভাষা ব্যবহার করা হচ্ছে, যেভাবে লোকেরা নিজের মত প্রকাশ করছেন, তাতে শেষ পর্যন্ত ক্ষতিই হচ্ছে।
এসআইএস/পিআর