এবার সাইমনের নায়িকা পপি

জনপ্রিয় চিত্রনায়িকা পপি বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্রে অনিয়মিত। হুট হাট দেখা মিলে তার ছোট পর্দায়। তবে আবারো তিনি নতুন করে ফিরে আসতে চাইছেন প্রিয় রুপালি ভুবনে।
সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি ছবিতে। ‘দ্য আমেরিকান ড্রিম’ নামের এই ছবিটিতে পপি অভিনয় করবেন হালের জনপ্রিয় নায়ক সাইমনের বিপরীতে। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত দুই তারকাই। সাইমন আনন্দিত নিজের প্রিয় অভিনেত্রীর নায়ক হতে পেরে। আর পপি ভাবছেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইমনের বিপরীতে কাজ করাটাকে সার্থক এবং সফল করা নিয়ে। তিনি আশাবাদী, সাইমনের সঙ্গে জমে উঠবে তার ‘স্ক্রিন কেমিস্ট্রি’।
ছবিটির গল্প ও চিত্রনাট্য এবং পরিচালনায় থাকছেন এম জসিম উদ্দিন। সাইমন এবং পপি ছাড়াও ছবিতে দেখা যাবে আরেক লাস্যময়ী অভিনেত্রী আইরিনকে।
নির্মাতা এম জসিম উদ্দিন ছবিটি নিয়ে বলেন, ‘দ্য আমেরিকান ড্রিম’ আমার লেখা একটি বই। বাংলাদেশের পাশাপাশি আমেরিকাতেও বইটি প্রকাশ হয়েছে। এবার এ ছবির কাজ শুরু করতে যাচ্ছি। আমি মূলত দেশের বাইরে থাকি। এবার এ ছবির জন্যই দেশে ফেরা। বিশ্বজুড়ে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা আছে।’
নির্মাতা আরো জানালেন, ‘ছবিতে আমি পরিচালনার পাশাপাশি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয়ও করব। এশিয়ান ও আমেরিকান মানুষের জীবনের এক রোমান্টিক গল্প থাকছে ‘দ্য আমেরিকান ড্রিম’ ছবিতে। ঢাকার অংশের শুটিং শেষ করে আমেরিকায় এ ছবির বাকি কাজ হবে।’
সাইমন বলেন, ‘পপি আপা আমার পছন্দের একজন অভিনেত্রী। তার সাথে কাজ করতে যাচ্ছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তাছাড়া ‘দ্য আমেরিকান ড্রিম’ ছবির গল্পটি অনেক সুন্দর। সবমিলিয়ে কাজটি অনেক ভালো হবে এটাই প্রত্যাশা করছি।’
‘দ্য আমেরিকান ড্রিম’ ছবিটি প্রযোজনায় থাকছে প্রযোজনা প্রতিষ্ঠান বেল। সূত্রটি বলছে, আগামী ৯ মার্চ থেকে এ ছবির কাজ শুরু হবে। প্রথমে ঢাকার হাতিরপুল, এফডিসি ও বিমানবন্দর, উত্তরায় ছবির চিত্রায়ন হবে। এছাড়া আমেরিকার কয়েকটি স্থানেও ছবিটির শুটিং করা হবে।
এনই/এলএ