নিউজিল্যান্ডের বোলিং কোচ হলেন জার্গেনসেন

শেন জার্গেনসেন। বাংলাদেশের মানুষের কাছে অনেক পরিচিত একটি নাম। দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলেন। দায়িত্ব পালন করেছেন অ্যাকাডেমির কোচ হিসেবে। তার হাত ধরেই গড়ে উঠেছেন আজকের সাকিব-তামিম-মুসফিকরা। একসময় বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। শুধু তাই নয়, কিছুদিন আগে বিপিএলে রংপুর রাইডার্সেও এসেছিলেন কোচের দায়িত্ব নিয়ে। সেই জার্গেনসেন এবার হলেন নিউজিল্যান্ডের বোলিং কোচ।
দিমিত্রি মাসকারেনহাসের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার পরে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ। নতুন কোচ হিসেবে তারা বেছে নিয়েছে বাংলাদেশের সাবেক এই অস্ট্রেলিয়ান কোচকে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউই বোলারদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। মূলতঃ উপমহাদেশে কাজ করার যে অভিজ্ঞতা জার্গেনসেনের, সেটাকেই কাজে লাগাতে চাইছে নিউজিল্যান্ড। এ কারণেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাছাই করা হয়েছে তাকে।
তবে নিউজিল্যান্ডের সঙ্গে এবারই প্রথম নয়, এর আগেও তিনি কিউইদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেণ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ছিলন কিউইদের বোলিং কোচ। পুরনো কর্মস্থলে ফিরতে পেরে খুশি জার্গেনসেনও। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড দলের অনেক বোলারের সঙ্গেই আগে কাজ করেছি। কিন্তু কয়েক বছরে তারা যে ধরনের উন্নতি করেছে, তা সত্যিই দারুণ।’
নিজের কাজের পরিধি সম্পর্কেও সচেতন এই অস্ট্রেলিয়ান কোচ। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড দলের মাঠের ফলাফল কিংবা র্যাঙ্কিংই সবকিছু বলে দিচ্ছে। আমার কাজ হচ্ছে তাদের আরও উন্নতিতে সহায়তা করা।’
আইএইচএস/এমএস