হরকাতুল জিহাদের ৬ সদস্য আটক

রাজধানীর কোতোয়ালী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ৬ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) ও কাউন্টার টেররিজম ইউনিট। এদের মধ্যে হুজির কুষ্টিয়া জেলার আঞ্চলিক কমান্ডার সাজ্জাদুল আলম মুফতি রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মুফতি ছাড়াও অন্যান্য আসামিরা হচ্ছেন, মেজবাউর রহমান প্রদীপ (মিরপুর থানা এলাকার ফায়ার সার্ভিসের গাড়ি চালক), বাশার (মসজিদের ইমাম), আসলাম (কম্পিউটার অপারেটর), আজিজ ওরফে বাবু ওরফে পলাশ ওরফে বিজয়। তাদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদি বই জব্দ করা হয়েছে।
এআর/জেএইচ/পিআর