শিক্ষক নিবন্ধনের মেধাতালিকা ওয়েবসাইটে প্রকাশের দাবি

সরকারের নতুন জারিকৃত পরিপত্রে অনুসারে বেসরকারি শিক্ষক নিবন্ধনধারীদের মেধাতালিকা ওয়েবসাইটে প্রকাশের দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। একইসঙ্গে মেধাক্রম অনুসারে প্রত্যেক আবশ্যিক বিষয় (শূন্য ও সৃষ্ট) পদে সচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন তারা।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। মানববন্ধনের তারা ১৪ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-
মেধা তালিকা ভিত্তিক দ্রুত নিয়োগ দিতে হবে, সার্টিফিকেটের মেয়াদ তিন বছর না করে আজীবন করতে হবে, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ খালি আছে সেখানে দ্রুত নিয়োগ প্রদান করতে হবে, স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদান করে বেকারত্ব দূর করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির বাণিজ্য বন্ধ করতে হবে।
এএস/আরএস/পিআর