বার কাউন্সিলে লিখিত পরীক্ষা ও ফলাফল বাতিল চেয়ে রিট


প্রকাশিত: ০৬:১৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট শিপ তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

বুধবার সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদনটি করেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়।

রিট আবেদনে গত ৬ ফেব্রুয়ারির বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার নির্দেশনার ঘোষণা চাওয়া হয়েছে।

রোববার আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া লিখিত পরীক্ষায় পাশকৃতদের মৌখিক পরীক্ষার বিস্তারিত শিডিউল পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, গত ৩১ জুলাই বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এফএইচ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।