ব্রাহ্মণবাড়িয়া ডাকাতের হামলায় ২ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাতে অশুগঞ্জ সারকারখানার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল ইব্রাহিম মিয়া (৩৮) ও নায়েক খবির উদ্দিন (৩৬)। আহতদের মধ্যে কনস্টেবল ইব্রাহিমের অবস্থা গুরুতর। তাকের কিশোরগঞ্জের ভৈরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ সাদ্দাম মিয়া (২৫) ও নুরুল আমিন (৩০) নামে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে আশুগঞ্জ সারকারখানার পূর্ব পাশে এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের চারপাশ থেকে ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা পুলিশের উপর হঠাৎ করে হামলা চালায়। এতে পুলিশ সদস্য ইব্রাহিম ও খবির আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করে। বাকিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ডাকাতি ও পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর