বইমেলায় রিপনের কাঠপরানের দ্রোহ

বাংলাদেশের সমকালীন প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিক রিপনচন্দ্র মল্লিকের সাড়া জাগানো গল্পগ্রন্থ ‘কাঠপরানের দ্রোহ’ অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে।
রিপনচন্দ্র মল্লিক ‘কাঠপরানের দ্রোহ’ গল্পগ্রন্থের জন্য ২০১৪ সালে ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’ লাভ করেন। বইটি প্রকাশের পরপরই সারাদেশের প্রগতিশীল পাঠকের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া বেশ কয়েকটি গল্পের ইংরেজি অনুবাদ বিভিন্ন ইংরেজি পত্রিকায় প্রকাশিত হয়েছে।
গল্পগ্রন্থ সম্পর্কে রিপনচন্দ্র মল্লিক বলেন, ‘এতে মোট ১১টি গল্প রাখা হয়েছে। এর প্রতিটি গল্পের বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন। আশাকরি পাঠকের ভালো লাগবে।’
বইটি সম্পর্কে সাহিত্যিক মনি হায়দার বলেছেন, ‘রিপনের গল্পের বুননে এক ধরনের সরলতা আছে কিন্তু সঙ্গে আছে বিষাক্ত কলের গানও। প্রত্যেকটি গল্পই স্বতন্ত্র, বক্তব্যে বলিষ্ঠ, চেতনায় উদীপ্ত। রিপনচন্দ্রের গল্পে বাংলার জানালা ও জল হাওয়ার বারতাও পাওয়া যায়।’
কাঠপরানের দ্রোহ বইয়ের গল্পগুলো হলো- জ্যোস্নার ঘরে কান্নার স্বর, কাঠপরানের দ্রোহ, মা টাকি এবং একটি ঢোড়া সাপের গল্প, শহর জুড়ে বিষাদের বৃষ্টি, আত্মপরিচয়, নীলজমিন, লুকানো মায়া, সড়কে নেভানো লুলা পেট্রল, সুখনগরে, ফসলের ফল এবং রক্তে পোষা নীল পাখি।
বইটি সোহারাওয়ার্দী উদ্যানে দেশ পাবলিকেশন্সের ৪০৭ ও ৪০৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। ১১২ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২৫০ টাকা।
এসইউ/পিআর