রাজধানীতে গাড়ি চুরি চক্রের ৬ সদস্য আটক


প্রকাশিত: ০৪:২৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেল চুরি চক্রের ছয় সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি।

এআর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।