কক্সবাজারে ডিজিটাল মেলার উদ্বোধন

কক্সবাজারে দুই দিনব্যাপি ডিজিটাল মেলা শুরু হয়েছে। রোববার বেলা ১১ টায় শহরের শহীদ দৌলত ময়দানে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ডিজিটাল মেলা শুরু হয় ।
শোভাযাত্রাটি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় অংশ নেন অতিথিরা।
সভায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। এ সময় সেখানে কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার নাসের, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ সরকারি-বেসরকারি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মেলায় ‘ডিজিটাল সেনআট : জনগণের দোরগোড়ায় সেবা’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সমিতির সভাপতি মিজানুর রহমান সেমিনার পেপার উপস্থাপন করেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান এবং আলোচক হিসেবে ছিলেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা।
মেলায় প্রযুক্তির রকমারি নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল বসানো হয়েছে। ডিজিটাল মেলা রোববার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সায়ীদ আলমগীর/এফএ/এসএস/এবিএস