দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

রাস্তায় থালা-বাসন নিয়ে লেবার পার্টির মৌন প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে থালা-বাসন নিয়ে লেবার পার্টির নেতাকর্মীরা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে থালা-বাসন নিয়ে লাল সংকেত ও মৌন প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদীর অংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ জানান তারা।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারের চরম ব্যর্থতার খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। জনগণের মৌলিক অধিকার পূরণে ব্যর্থ সরকার।

এসময় তিনি সরকারের পদত্যাগ চেয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান সুরুজ্জামান জামান, নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম সুরুজ, রাজু আহমেদ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।

এমআইএস/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।