‘রাষ্ট্রের মেরামতে ‘জাতীয় ঐক্য’ অপরিহার্য’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান

‘ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে শাসকগোষ্ঠী সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আইনগত ও নৈতিকভাবে ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্রের অস্তিত্ব বড় ধরনের ঝুঁকিতে পড়বে। এমতাবস্থায় রাষ্ট্রের মেরামতে জাতীয় ঐক্য অপরিহার্য হয়ে পড়েছে।’

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে এসব কথা বলেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।

আলোচনা সভায় ন্যাপ মহাসচিব বলেন, ক্ষুদ্র ব্যক্তিগত ও দলীয় স্বার্থে রাষ্ট্রকে জিম্মি করে শাসকগোষ্ঠী জাতীয় স্বার্থবিরোধী অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো একক বা দলীয় সরকার বিদ্যমান সংকট মোকাবিলা করতে পারবে না। সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। 

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় গভীর সংকটে মৌলিক করণীয় উপেক্ষা করে শুধুমাত্র রাষ্ট্রক্ষমতা দখল কোনো লক্ষ্য হতে পারে না। ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার, নিপীড়নমূলক আইন বাতিল, দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র মেরামত করা এ মুহূর্তের মৌলিক কর্তব্য।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদীর সভাপতিত্বে ও মহাসচিব আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএলডিপি চেয়ারম্যান এম. নাজিমউদ্দীন আল আজাদ, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়েরসহ আরও অনেকে।

কেএইচ/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।