পল্টনে ছাত্রদলের পদবঞ্চিতদের ভাঙচুর-অগ্নিসংযোগ


প্রকাশিত: ১০:২৪ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ছাত্রদলের পদবঞ্চিতরা বিক্ষোভ করছে। বিক্ষোভের এক পর্যায়ে তারা কার্যালয়ের নিচে থাকা দু’টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনতে পল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ইমরান জানান, বিক্ষোভের এক পর্যায়ের বিদ্রোহীরা বিএনপি অফিসকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। এতে অফিসের বাইরের দিকে থাকা কাচগুলো ভাঙচুর করে। এসময় অফিসের নিচে থাকা দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে বিদ্রোহীরা।

এর আগে ছাত্রদলের কমিটি ঘোষণার পর থেকেই নিয়মিত বিক্ষোভ করছে পদবঞ্চিত ও বিদ্রোহীরা।

এআর/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।