পিরোজপুরে বাসচাপায় নিহত ৩


প্রকাশিত: ১০:০৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

পিরোজপুরে বাসচাপায় তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সোহাগ নামে আর এক যুবক গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন সালমান কাজী (২২), মান্না (১৭) ও রুবেল(১৭)।

সোমবার সকাল সোয়া ৯টায় নাজিরপুর-পিরোজপুর সড়কের ভৈরমপুর সেতুর উপর এ ঘটনা ঘটেছে।
 
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, সকালে নাজিরপুর থেকে পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস (যশোর ব-৯৭৮) কদমতলা ইউনিয়নের ভৈরমপুর সেতুর উপর বিপরীত দিক আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে চার আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সালমানের মৃত্যু হয়। গুরুতর আহত মান্না, রুবেল ও সোহাগকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মান্না ও রুবেল মারা যায়। নিহতরা পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামের বাসিন্দা।

পিরোজপুর সদর থানা পুলিশের ও সি মো. এনায়েত হোসেন জানিয়েছে, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

হাসান মামুন/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।