অনুমতি ছাড়া সুপ্রিম কোর্টে প্রেস ব্রিফিং নয়


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

সুপ্রিম কোর্ট প্রশাসনের অনুমতি ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের সংবাদ সম্মেলন করা যাবে না বলে ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ।

সোমবার সকালে তিনি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের সংবাদ সম্মেলন করতে হলে সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্ব অনুমতি নিতে হবে।

এর আগে রোববার দুপুরের দিকে প্রধান বিচারপতিকে নিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সামনের বাগানে অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শাসুদ্দিন চৌধুরী মানিক টিভি এবং পত্রিকার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারপর বিকেলে উনার বক্তব্যের প্রেক্ষিতে সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে প্রেস বিজ্ঞপ্তি
দেয়া হয়। এরপরের দিনই সুপ্রিমকোর্ট কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত গ্রহণ করেন।

এফএইচ/এমজেড/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।