সালাহ উদ্দিন আহমেদ সংবর্ধনা গ্রন্থের মোড়ক উন্মোচন
বাংলা একাডেমির সম্পদনায় ইতিহাসবিদ সালাহ উদ্দিন আহমেদের স্মরণে ‘সালাহ উদ্দিন আহমেদ সংবর্ধনা গ্রন্থ’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটির সম্পদনা করেন একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং সিরাজুল ইসলাম চৌধুরী।
রোববার অমর একুশে বইমেলার সপ্তম দিনে সোহরাওয়ার্দী উদ্যানের হুমায়ূন আহমেদ চত্বরে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এসময় বইটির তিন সম্পাদনকারী ছাড়াও আরো উপস্থিত ছিলেন ড. গোলাম মুর্শিদসহ একাডেমির পরিচালকগণ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সালাহ উদ্দিন আহমেদ জ্ঞান চর্চায় নিয়োজিত ছিলেন। তিনি দেশে জ্ঞান চর্চায় অসামান্য ভূমিকা রেখেছেন। তাই তাঁর স্মরণের প্রতি সম্মান জানিয়ে আমরা বাংলা একাডেমির পক্ষ থেকে ‘সালাহ উদ্দিন আহমেদ সংবর্ধনা গ্রন্থ’টি বের করার চেষ্টা করেছি। তার জীবন কর্ম সম্পরর্কে জেনে যেন মানুষ নিজেদের আরো এগিয়ে নিতে পারে।
গোলাম মুর্শিদ বলেন, সালাহ উদ্দিন আহমেদ ছিলেন সত্য অনুসন্ধানকারী ইতিহাসবিদ। তাই এ বইয়ের মাধ্যমে আমরা তার স্মৃতির প্রতি একটু শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি।
অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, সালাহ উদ্দিন আহমেদ শুধু গতানুগতিক এক ইতিহাসবিদ ছিলেন না। তিনি ছিলেন মননশীল ইতিহাসবিদও।
অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, সালাহ উদ্দিন আহমেদ ছিলেন অনেক বড় মাপের একজন ইতিহাসবিদ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এ বইটি বের করেছি। আশা করি এ বইয়ের মাধ্যমে নতুন প্রজন্ম উপকৃত হবে।
এমএম/এমএইচ/এএইচ/এবিএস