জাপা সুস্থ রাজনীতিতে বিশ্বাসী : জি.এম কাদের
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদেএর বলে ছে ন, জাতীয় পার্টি (জাপা) সুস্থ্য ধারার রাজনীতি ও স্থিতিশীলতায় বিশ্বাসী। রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানেবর বনানী কার্যালয় মিলনায়তনে সিলেসটের জয়পুর উপজেপলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলী আশিকেটর যোউগদান অনুষ্ঠানেস এ কথা বলেন।
তিনি বলেন, সংসদ ও সংসদের বাইরে কার্যকর বিরাধী দল হিসেবে জাপা ভুমিকা রাখতে চায়।
পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বেয় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলন, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রেজাউল ইসলাম ভঁইয়া প্রমুখ।
জি.এম কাদের বলে্ন, শিগগিরই দেহশব্যাপী সাংগঠনিক সফরের কর্মসূচি ঘাষণা করা হবে। জাতীয় সম্মলনেশর আগেক এ সফর জাপাকে শক্তিশালী সাংগঠনিক ভীতির উপর দাঁড় করাবেক।
তিনি সকল ভে দাভেঠদ ভুলো ঐক্যবদ্ধ হয়ে্ কাজ করতে নেসতা-কর্মীদর প্রতি আহ্বান জানান।
পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলন, জাপার এ পরিবর্তনের ফলেল নেরতা-কর্মীদেমর মধ্যে নবজাগরণোর সৃষ্ঠি হয়েএছেন।
এএম/এএইচ/আরআইপি