বনানীতে স্ত্রীর কবরের পাশে শাহ মোয়াজ্জেমের দাফন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২

বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে বর্ষীয়ান রাজনীতিক শাহ মোয়াজ্জেম হোসেনের দাফন সস্পন্ন হয়।

এসময় শাহ মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহ ইফতিখার হোসেন রানার বউ, মেয়ে মনজুরা কবির হোসেন রিমি, রেহনুমা আফরিন দিনা ও মেয়ে জামাই মোয়াজ্জেম হোসেন অপু, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, জাতীয় পার্টির একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব লিংকন, বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান, একান্ত সচিব এইচ এম সাইফ আলী খানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।