এডিপি বাস্তবায়নে টেকসই সক্ষমতা বাড়াতে হবে


প্রকাশিত: ০১:২২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এডিপির আকার মাত্র সাত বছরে ২১ হাজার কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে বর্তমান অর্থবছরে একলাখ তিনশত কোটি টাকায় উন্নীত হয়েছে। বিশাল বাজেটের এডিপির বাস্তবায়নে টেকসই সক্ষমতা বাড়াতে হবে।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইবি’র ৫৬তম কনভেনশন উপলক্ষে আয়োজিত টেকসই উন্নয়নের জন্য গুণগত প্রকৌশল বিষয়ক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, টিমওয়ার্কের মাধ্যমে আমাদের টেকসই সক্ষমতা গড়ে তুলতে হবে। আমাদের সামনে অগ্রগতির বিদ্যমান সুযোগ কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, সুযোগ বারবার আসে না। সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ ২০৪০ সালের মধ্যে বিশ্বের ২৩তম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে।

মন্ত্রী বলেন, প্রকৌশলীরা হচ্ছেন স্বপ্ন বাস্তবায়নের কারিগর। কোন কিছু অর্জন করতে হলে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। গোটা জাতি আপনাদের দিকে চেয়ে আছে। দেশে বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো বিশেষ করে রাজধানীর ট্রাফিক জ্যাম ও গণপরিবহণসহ বিদ্যমান বিভিন্ন বিষয়ে সকলকে উদ্যোগী হতে হবে। প্রয়োজনে একসাথে বসে সঠিক পরিকল্পনা প্রণয়ণ করতে হবে। সময়ের বিবর্তণে পৃথিবীর অনেক কিছুই বদলে যায়। অনেক কিছু বদলাতে হয়। আগে ২০ জন মানুষের মুখের আহার যোগাতে ১৯ জন মানুষকে শ্রম দিতে হতো। সেদিন পাল্টে গেছে।

তিনি ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ভূপৃষ্ঠের পানি বিশেষ করে বৃষ্টির পানি কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, পরবর্তী প্রজন্মের জন্য দেশকে উপযোগী করে যাওয়ার অঙ্গীকার নিয়ে প্রকৌশলীদের উদ্ভাবনী কার্যক্রম বাড়াতে হবে।

এসএ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।