এবারের আইপিএলের সেরা দশ
মাল্টি বিলিয়ন ডলারের টুর্নামেন্ট। শুধু অর্থ নয়, গ্ল্যামারও জড়িত। আইপিএলকে অনেকেই বলে থাকেন বিনোদনের কমপ্লিট এক প্ল্যাটফর্ম। বলিউড আর ক্রিকেট যেখানে একাকার। যে কারণে ভারতীয় ধন কুবেররাও মুখিয়ে থাকেন এখানে টাকা ঢালার জন্য। রিটার্ন তো আসবেই! সঙ্গে ক্রিকেট এবং বিনোদন। আর কী চাই! এ কারণে ক্রিকেটারদের মূল্যও থাকে আকাশছোঁয়া। বলতে পারেন, আইপিএলই মূল্য বাড়িয়ে দিয়েছে ক্রিকেটারদের।
শনিবার ভারতের ব্যাঙ্গালুরুতে হয়ে গেলো আইপিএল নবম আসরের জমজমাট নিলাম আসর। অধিকাংশ ফ্রাঞ্চাইজিই তাদের পূরনো খেলোয়াড়দের রেখে দিয়ে স্কোয়াড সাজানোর চেষ্টা করেছে। তবুও নিলামে বিক্রি হয়েছেন মোট ৯৪জন ক্রিকেটার। এদের মধ্যে শেন ওয়াটসন, যুবরাজ সিং, পবন নেগিদের মত ক্রিকেটাররা রয়েছেন- যারা মূল্যের দিক থেকে সবাইকে অবাক করে দিয়েছেন।
আইপিএলের সর্বোচ্চ দামে বিক্রি হওয়া সেরা দশ ক্রিকেটারকেই পরিচয় করিয়ে দিচ্ছি জাগো নিউজের পাঠকদের সঙ্গে
শেনওয়াটসন: মূল্য ৯.৫ কোটি রুপি। এবারের নিলামে সর্বোচ্চ মূল্যে বিক্রি হলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। মূল সাড়ে ৯ কোটি রুপি। ওয়াটসনকে কিনেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন এই অস্ট্রেলিয়ান। কিন্তু রাজস্থান নিষিদ্ধ হওয়ার কারণে মুক্ত হয়ে যান ওয়াটসন।
পবন নেগি: মূল্য ৮.৫ কোটি রুপি। আইপিএলে সবচেয়ে বেশি বিস্ময় সৃষ্টি করেছেন পবন নেগি। ভারতীয় জাতীয় দলের প্রবেশ করবেন করবেন- এমনটাই পরিস্থিতি পাবন নেগির। শ্রীলংকা সফর, এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। এমন উঠতি তারকাকে কেনার জন্য উঠে-পড়ে লেগেছিল আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। শেষ পর্যন্ত তাকে কিনতে পেরেছে দিল্লি ডেয়ারডেভিলস। মূল্য সাড়ে ৮ কোটি রুপি। নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় সেরা দাম পাওয়া খেলোয়াড়। সবচেয়ে বেশি দাম পাওয়া ভারতীয় খেলোয়াড়ও তিনি।
যুবরাজ সিং: মূল্য ৭ কোটি রুপি। ভারতীয় এই অলরাউন্ডারের জাতীয় দলে আসা-যাওয়া চলছেই। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়ে অস্ট্রেলিয়া সফরেই নিজের ঝাঁজ দেখিয়ে দিয়েছেন যুবরাজ। যে কারণে এখনও তাকে নিয়ে রশি টানাটানি চলে। যে কারণে এবারের আইপিএলে তৃতীয় সর্বোচ্চ দাম ৭ কোটি রুপিতে বিক্রি হলেন তিনি। কিনেছেন সানরাইজার্স হায়দারাবাদ।
মোহিত শর্মা: মূল্য ৬.৫ কোটি রুপি। ভারতীয় পেসার মোহিত শর্মাও পেলেন অকল্পনীয় দাম। জাতীয় দলের নিয়মিত পারফরমার। তাকে নিতেও কাড়াকাড়ি লেগে যায়। অবশেষে মোহতি শর্মাকে ৬.৫ কোটি রুপিতে কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।
আশিস নেহেরা: মূল্য ৫.৫ কোটি রুপি। বয়স বেড়ে গেছে অনেক। কিন্তু জাতীয় দলের মায়া কোনভাবেই ত্যাগ করতে পারছেন না তিনি। মাত্রই ক`দিন আগে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। এ কারণেই সম্ভবত আশিস নেহরাকে সাড়ে ৫ কোটি রুপিতে কিনে নিলো সানরাইজার্স হায়দারাবাদ।
মিচেল মার্শ: মূল্য ৪.৮ কোটি রুপি। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ব্যাটে-বলে দারুন কার্যকরী এক অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে ৪-১ ব্যবধানে হারানোর অন্যতম নায়ক ছিলেন মিচেল। যে কারণে আইপিএলেও ভালো দাম পেলেন তিনি। পুনে সুপারজায়ান্ট তাকে কিনল ৪.৮ কোটি রুপি দিয়ে।
মুরাগান অশ্বিন : ৪.৫ কোটি রুপিতে বিক্রি হলেন ভারতীয় এই ক্রিকেটার। তামিল নাড়ুর এই স্পিনার এখনও পর্যন্ত প্রথম শ্রেনীর ম্যাচই খেলেছেন মাত্র ৩টি। অথচ মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারস্টারস তাকে কিনল সাড়ে চার কোটি রুপি দিয়ে।
দীপক হুদা: মূল্য ৪.২ কোটি রুপি। ডান হাতি ব্যাটসম্যান। বরোদার হয়ে খেলেন। ছিলেন রাজস্থান রয়েলসেও। তবে, আইপিএলে এত বেশি দাম পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো সম্প্রতি শেষ হওয়া মুস্তাক আলি ট্রফিতে অসাধারণ ভালো খেলার জন্য। কিনে নিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ।
করুন নায়ার: মূল্য ৪ কোটি রুপি। রাজস্থানের এই ব্যাটসম্যানকে নিয়েও টানাটানি কম হয়নি। ভারতীয় `এ` অনুর্ধ্ব-১৯ দলে ক্রিকেট খেলা এই ব্যাটসম্যান রাজস্থান রয়েলস এবং মুম্বাই ইন্ডিয়ান্সেও খেলেছেন। তবে এবার নিজের প্রত্যাশার চেয়েও বেশি দাম পেয়ে গেলেন করুন নায়ার। কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস।
নাথু সিং: মূল্য ৩.২ কোটি রুপি। একজন মিস্ত্রির ছেলে নাথু সিং। আইপিএলে অন্য যে কোন ক্রিকেটারের চেয়ে বেশি হইচই হচ্ছে এই ক্রিকেটারকে নিয়ে। পেস বোলিং করে থাকেন। উঠতি এই ক্রিকেটারকে উপর্যুক্ত মূল্য দিয়েই কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আইএইচএস/আরআইপি