ময়মনসিংহে এমপিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১১:৫১ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে ত্রিশালের স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল কালাম আদালতে এ মামলা দায়ের করেন।

অন্য আসামিরা হলেন, ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের দেওপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য স্থানীয় রাজাকার কমান্ডার আনিসুর রহমান মানিক (৭০), দেওপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পালিত ছেলে শামসুল হক বাচ্চু (৭০), মাওলানা মো. মোফাজ্জল হোসেন (৭২), রাজাকার কমান্ডার আনিসুর রহমান মানিকের সহোদর মুকলেছুর রহমান মুকুল (৬৫) ও সাইদুর রহমান রতন (৬৪), বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজাকার কমাণ্ডার আদিল (৭০), বিয়ার্তা গ্রামের আছমত ফকিরের ছেলে শামসুল হক ফকির (৭২), একই গ্রামের মৃত আছমত আলীর ছেলে নুরুল হক ফকির (৭০), নজরুল ইসলাম ফকির (৬৫) ও সুলতান ফকির (৬২), কাঁঠাল ইউপি চেয়ারম্যান মৃত আব্দুল লতিফের ছেলে মুকুল মাস্টার (৭০), উত্তর কানিহারি গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মোর্শেদ আলী (৬৫), কালিরবাজারের মৃত নুর মোহাম্মদ সরকারের ছেলে কফিল উত্তিন (৭০), কাঠাঁলের হেলাল উদ্দিন (৬৫), তালতলা গ্রামের মৃত শহর আলীর ছেলে ইব্রাহিম মিয়া (৭০), কাড়ইগাঁও গ্রামের খাদেম আলী (৬৫)।

এছাড়া আটজন মৃত ব্যক্তিকে একই মামলায় আসামি করা হয়েছে। এরা হলেন, জাতীয় পার্টির সাবেক এমপি স্থানীয় রাজাকার কমান্ডার আনিসুর রহমান মানিকের বাবা মৃত আব্দুল খালেক সরকার, কাঠাঁল ইউপির চেয়ারম্যান মৃত আব্দুল লতিফ, বৈলর ইউপির মৃত গেদু চেয়ারম্যান, কানিহারির মৃত মাওলানা আব্দুল খালেক ঘোড়ু মিয়া, রিয়ার্তার মৃত আছসত আলী ফকির, কানহর গ্রামের মৃত অ্যাড. সিরাজুল হক, তার ছেলে মৃত মো. ফারুক, এবং কুষ্টিয়া গ্রামের মৃত বাদল মিয়া।

পরে ৩নং আমলি আদালতের বিচারক মিটফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দেন।
 
এম এ হান্নান এমপি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
 
আসামিদের বিরুদ্ধে ৭১ সালের ২১ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন শান্তি কমিটির ময়মনসিংহ শহর শাখার আহ্বায়ক এম এ হান্নানের নির্দেশে রাজাকার কমান্ডার আনিসুর রহমান মানিক ও সামসুল হক বাচ্চুসহ পাক হানাদার বাহিনী ও তার দোসররা ত্রিশালের কালির বাজার ও কানিহারী এলাকায় শতাধিক গণহত্যা, কয়েকশ কোটি টাকার সম্পদ লুন্ঠণ, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. আব্দুর রহমান আল হোসাইন তাজ জানান, ময়মনসিংহের ৩নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিটফুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন।

এর আগে একই অভিযোগে গত বছরের ২৫ অক্টোবর ও ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকের নামে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।