মাদারীপুরে আগুনে ৩টি দোকান ভস্মীভূত
মাদারীপুরে স্টিলের ২টি দোকানসহ আগুনে পুড়ে গেছে ৩টি দোকান। শনিবার সকাল ৮টার দিকে সদরের মস্তফাপুরে এ ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করেই আগুনের শিখা দেখতে পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই আলাউদ্দিন সাইকেল স্টোর, হাওলাদার স্টিল কিং ও শিকদার স্টিল কিং এর দোকানের ভিতরে থাকা সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলাউদ্দিন হাওলাদার জাগো নিউজকে জানান, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে যা কাটিয়ে ওঠা অসম্ভব হবে।’
নাসিরুল হক/এসএস/এমএস