সাতক্ষীরায় নির্মিত হচ্ছে ইকো ট্যুরিজম সেন্টার


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জে গড়ে তোলা হচ্ছে আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টার। জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে ও শ্যামনগর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এটি বাস্তবায়িত হচ্ছে। নির্মাণাধীন এই সেন্টারের কাজ শেষ হলে সাতক্ষীরার পর্যটন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আসবে এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, সুন্দরবন পার্শ্ববর্তী খোলপেটুয়া নদীর তীরে ২৫০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত হচ্ছে আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টার। সুন্দরবনের সৌন্দর্য উপভোগের জন্য তৈরি হচ্ছে সুউচ্চ টাওয়ার। পর্যটকদের মাছ ধরার জন্য থাকছে ফিসিং জোন। থাকবে সংগ্রহশালা, রেস্টুরেন্ট ও হোটেল। সেখানে আরও থাকবে সোলার বোট, সুন্দরবনের সকল প্রকার গাছ। এছাড়া প্রকৃতির সাহায্যে তৈরি হবে কটেজ ও অন্যান্য স্থাপনা।

Shatkhira

খোলপেটুয়া এলাকার মাসুদ জাগো নিউজকে বলেন, এটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্যামনগরে এক জনসভায় ট্যুরিজম গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Shatkhira  

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম জাগো নিউজকে জানান, সব কাজ শেষ হলে এ মাসের শেষ সপ্তাহে উদ্বোধন করা যেতে পারে এমনটাই আশা করছি। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এটি গড়ে তোলা হচ্ছে। দেশি-বিদেশি পর্যটকরা এখানে সুন্দরবনের প্রকৃতি উপভোগ করতে পারবেন।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।